Barasat Fire: কাঠের দোকানে আগুন লেগে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি - Wood Shop Got Fire
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16923149-thumbnail-3x2-aagun.jpg)
ভোররাতে কাঠের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Wood Shop got fire) বারাসাতে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসত ব্লক 1 দত্তপুকুর চালতাবেড়িয়া 35 নম্বর জাতীয় সড়কের পাশে একটি কাঠের দোকানে ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে দোকানটি ৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দোকানের কর্তৃপক্ষের তরফে সৌরভ সাহা জানান, আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকার উপরে ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST