ICC World Cup 2023: ইডেনে মেগা দ্বৈরথ ঘিরে উত্তেজনার স্ফুলিঙ্গ তিলোত্তমায়, 'বিরাট' জার্সির খোঁজে সরগরম বাজার - India vs South Africa
🎬 Watch Now: Feature Video
Published : Nov 4, 2023, 10:50 PM IST
অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার ৷ রাত পোহালেই ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা । নেদারল্যান্ডসের বিরুদ্ধে হতাশাজনক হারের পর থেকে চলতি বিশ্বকাপে এখনও অজেয় প্রোটিয়া বাহিনী ৷ অন্যদিকে রোহিত শর্মার দলের অশ্বমেধ যাত্রা এখনও জারি ৷ অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা কেউই সেই দৌড় থামাতে পারেনি ৷ রবিবাসরীয় নন্দনকাননে দক্ষিণ আফ্রিকা কি পারবে সেই জয়যাত্রা থামাতে? নাকি 27 বছর পর ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নেবে ভারত ৷
রবিবারের ম্যাচে বাড়তি পাওনা বিরাট কোহলির 35তম জন্মদিন। ফলে হাইভোল্টেজ ম্যাচের আগে শহরে পারদ চড়ছে উত্তেজনার । ক্রিকেটপ্রেমীদের আনাগোনা শুরু হয়ে গেছে ইডেন গার্ডেনসের আশপাশে । অনেকেই টিকিট পাননি। বিশ্বকাপ ম্যাচ মাঠে থেকে উপভোগ করার সুযোগ নেই । কিন্তু তাতে কী আবেগ উচ্ছ্বাসের তাতে খামতি নেই । তারা মাঠের বাইরে থেকেই পরখ করবে মাঠের ভিতরের উত্তেজনা । তাই 24 ঘন্টা আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ পতাকা থেকে জার্সি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ সবচেয়ে বেশি বিকোচ্ছে বিরাট কোহলির জার্সি ৷