Fake Call Center: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশিদের সঙ্গে প্রতারণা, সেক্টর ফাইভ থেকে গ্রেফতার 20 - বিদেশি নাগরিকদের বিমা করিয়ে দেওয়ার নামে প্রতারণা
🎬 Watch Now: Feature Video
বিদেশি নাগরিকদের বিমা করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 20 জনকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের অপিয়াম বিল্ডিংয়ের (Bidhannagar Electronics Complex) পাঁচতলায় একটি ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমা সংস্থার প্রতিনিধি হিসাবে নিজেদের পরিচয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফোন করত প্রতারকরা। সেখানে তাদেরকে বিমা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত বলে পুলিশ সূত্রে খবর। এরপর বিমা পাইয়ে দেওয়ার নাম করে নানা অছিলায় বিদেশি নাগরিকদের থেকে টাকা হাতিয়ে নিত ওই প্রতারকদের দল। গতকাল গভীর রাতে সল্টলেক সেক্টর ফাইভের পিএম বিল্ডিংয়ে হানা দিয়ে ওই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল পান্ডা-সহ 20 জনকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধীরজ ঠাকুর নামের এক অভিযুক্ত ওই ভুয়ো কল সেন্টারটি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। ধীরজের পাশাপাশি আরও বেশ কিছু ব্যক্তি ওই কল সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান ৷ ওই সেন্টার থেকে একাধিক কম্পিউটারের হার্ডডিস্ক, মোবাইল ফোন ও বেশকিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে ৷