Exibition at Howrah Station দেশভাগের মর্মান্তিক স্মৃতি স্মরণে রেলের চিত্র প্রদর্শনী - Exibition at Howrah Station

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 14, 2022, 10:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

হাওড়া স্টেশনে দেশভাগের মর্মান্তিক স্মৃতি স্মরণে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হল । রবিবার স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন এর শুভ উদ্বোধন করলেন পূর্ব রেলের মুখ্য ব্যবস্থাপক অরুণ অরোরা । 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে পূর্ব রেলের তরফ থেকে হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মের সামনে দেশভাগের নির্মমতা ও শোক সকলের সামনে তুলে ধরার জন্য এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় (Exhibition on tragic memory of partition at Howrah Station) । এই প্রদর্শনীশালাতে শুধুমাত্র দেশভাগের ভয়াবহতাকেই নয়, পাশাপাশি দেশের স্বাধীনতা আন্দোলনে সংগ্রামীদের গৌরবোজ্জল ও বীরত্বের নিদর্শনও ফুটিয়ে তোলা হয়েছে । হাওড়া বিভাগে 9টি স্টেশনে এই প্রদর্শনী চলছে । এছাড়াও বর্ধমান, ব্যান্ডেলের মতো বড় স্টেশনেও এই ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও ডিজিটাল মাধ্যমে বোলপুর স্টেশনেও দেখানো হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.