Elephant Rescued: কর্ণাটকে কুয়োতে পড়ল হাতি, উদ্ধারে আনা হল জেসিবি - কর্ণাটক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17118132-thumbnail-3x2-elephant-aspera.jpg)
কর্ণাটকের চান্নাপাটনা তালুকের আম্মাল্লিদোদি গ্রামে চাষের জমিতে তৈরি অস্থায়ী কুয়োতে পড়ে গেল একটি হাতি (Elephant Rescued from Well in Ramanagara of Karnataka) ৷ জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে বেরিয়ে হাতিটি ওই কুয়োতে পড়ে যায় ৷ সম্প্রতি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ঘটনায় বন দফতর গ্রামের কৃষকদের সাহায্য হাতিটিকে উদ্ধার করেছে ৷ ওই কুয়োর ধারে জেসিবি দিয়ে খুড়ে মাটির ঢাল হাতির সমান করা হয় ৷ তারপরে হাতিটি নিজে থেকে সেই পথে কুয়ো থেকে বেরিয়ে আসে ৷ এরপর বন দফতরের সহায়তায় হাতিটিকে তেনজিনাকাল্লু জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST