Elephant in Army Camp: ঢুকে পড়ল দলছুট দাঁতাল, চাঞ্চল্য শিলিগুড়ির ব্যাংডুবি সেনাছাউনিতে - সেনাছাউনিতে ঢুকে পড়ল দলছুট হাতি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 29, 2023, 5:27 PM IST

Updated : Jun 29, 2023, 6:11 PM IST

সেনাছাউনিতে ঢুকে পড়ল দলছুট হাতি। গজরাজকে ঢুকতে দেখেই আতঙ্কে সেনা ছাউনির মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় সেনাছাউনিতে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন কার্শিয়াং ওয়াইল্ডলাইফের অন্তর্গত ব্যাংডুবি সেনাছাউনির ঘটনা ৷ 

এদিন সকালে হঠাৎই একটি দলছুট দাঁতালটি সেনাছাউনির মধ্যে ঢুকে পড়ে ৷ হাতিটি ঢুকে সোজা ছাউনির ক্যান্টিনের দিকে চলে যায় ৷ সেনাছাউনির মধ্যে হাতি ঢুকে পড়ায় গোটা সেনা ছাউনিতে বেজে ওঠে সাইরেন। তাতে অবশ্য থোড়াই কেয়ার গজরাজের ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই দেখা যাচ্ছে দুলকি চালে প্রথমে গেট দিয়ে ঢুকে নিজের মতো পায়চারি করছে গজরাজ । এরপরই গজরাজ চলে যায় ক্যান্টিনের দিকে। ছাউনিতে থাকা সেনা জওয়ান ও অন্যান্যরা হাতিটিকে দেখে প্রথমে কৌতূহলের বশে এগিয়ে যায় । কেউ কেউ ভিডিয়ো করা শুরু করেন ৷ ব্যাস! তা দেখেই মেজাজ হারিয়ে গজরাজ পালটা ঘুরে দাঁড়ায় ৷ থুড়ি ধাওয়া করা শুরু করে ৷ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন সেনাছাউনির কর্মীরা ৷ প্রায় ঘন্টাখানেক সেনাছাউনিতেই ঘোরাঘুরি করে টুকুরিয়াঝাড় জঙ্গলে ফেরত চলে যায় হাতিটি। কোনও ক্ষতি করেনি দাঁতালটি ৷

Last Updated : Jun 29, 2023, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.