Eastern Railway: শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেন পূর্বরেলের - পূর্বরেল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 2:09 PM IST

দুর্গাপুজো উপলক্ষে হাওড়া- নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল । বুধবার পূর্বরেলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র । এদিনই তিনি বলেন, "দুর্গাপুজো-সহ যে কোনও সময়েই দু’দিন ছুটি পেলেই বাঙালিরা ঘুরতে বেরিয়ে পড়েন । পুজোর ছুটির দিনগুলোতে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় দেখা যায় নিউ জলপাইগুড়ি রুটে । তাই এই রুটে বন্দে ভারত, পদাতিক, দার্জিলিং মেল-সহ সব ট্রেনের টিকিট বুকিংয়ে ওয়েটিংলিস্ট হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্বরেল সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ও নিউ জলপাইগুড়ি থেকে স্পেশাল ট্রেন চালানোর ।" 

আগামী 21 অক্টোবর (সপ্তমী) রাত 11টায় একটি স্পেশাল ট্রেন চলবে । এই ট্রেনটি শিয়ালদা থেকে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম হয়ে নিউ জলপাইগুড়ি রওনা দেবে । পরের দিন সকাল 10টা নাগাদ ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে । এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে 22 অক্টোবর রবিবার (অষ্টমী) শিয়ালদার উদ্দেশ্য রওনা দেবে ৷ এছাড়াও 28 তারিখ লক্ষ্মী পুজোর দিন আরেকটি ট্রেন কলকাতা থেকে ছেড়ে পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে । পাশাপাশি নভেম্বরের 4, 11, 18, 25 তারিখও শিয়ালদা থেকে বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ি রুটে দেওয়া হবে । এই ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা ফেরত আসবে 5, 12, 19, 26 তারিখ । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.