Earth Hour: এক ঘণ্টার জন্য নিভল পৃথিবীর আলো, ব্যতিক্রমী রাশিয়া - Earth Hour in the World
🎬 Watch Now: Feature Video
বিশ্ব জুড়ে পালিত হল 'আর্থ আওয়ার' (Earth Hour) ৷ এক ঘণ্টার জন্য় নিভল গোটা বিশ্বের আলো ৷ যদিও এবছর আর্থ আওয়ার এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ৷ ওয়ার্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF)-কে বিদেশী এজেন্টেরও তকমা দিয়েছে মস্কো ৷ এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ বছর রাশিয়া এই ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ WWF (ওয়ার্ড ওয়াইড ফান্ড ফর নেচার) বিদেশী এজেন্ট হয়ে উঠেছে ৷
অন্য়দিকে, ভারতের অধিকাংশ রাজ্য়েই পালিত হয়েছে 'আর্থ আওয়ার' ৷ এদিন দিল্লির অক্ষরধাম মন্দিরের আলো রাত সাড়ে 8টা থেকে সাড়ে 9টা পর্যন্ত এক ঘন্টার জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল ৷ আর্থ আওয়ার উপলক্ষে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসেও এক ঘণ্টার জন্য আলো বন্ধ করা হয় ৷ কলকাতাতেও হাওড়া ব্রিজের আলো নিভিয়ে রাখা হয় ৷
শক্তি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন রক্ষার সচেতনতা বাড়াতেই প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় এই আর্থ আওয়ার। সাধারণত এদিন বিশ্বের সমস্ত দেশে এক ঘণ্টার জন্য সমস্ত আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়। শনিবার রাত সাড়ে 8টা থেকে সাড়ে 9টা পর্যন্ত পালিত হল এই আর্থ আওয়ার। প্রসঙ্গত, 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সর্বপ্রথম এই আর্থ আওয়ার পালন শুরু হয়। বর্তমানে বিশ্বজুড়ে 190টি দেশ এই আর্থ আওয়ার পালন করে।