Durga Puja 2023: মহারাজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে সম্পন্ন হল দেবীর চক্ষুদান - বড়িষা
🎬 Watch Now: Feature Video
Published : Oct 14, 2023, 7:01 PM IST
51 তম বর্ষে পদার্পণ করতে চলেছে বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজো। মহালয়ার ভোরে দেবীর চক্ষুদান সম্পন্ন হয়েছে এখানে। বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো হিসাবে বেশ নাম ডাক রয়েছে এই পুজোর ৷ পুজোর পাঁচটি দিন অগণিত মানুষের ঢল চোখে পড়ে এই পুজো প্রাঙ্গণে। দিনের যে কোনও সময়ে দেখা মিলতেই পারে দাদার। সন্ধি পুজোতেও অনেক সময় দাদার দেখা মেলে পুজো মণ্ডপে ৷ এছাড়া পুজোতে কী হবে, না হবে সেই আলোচনাতেও অংশ নেন বাংলার মহারাজ। এই পুজোর উদ্বোধনও তাঁর হাত দিয়েই হয়। বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গা প্রতিমা থেকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সকলের পোশাক কিনে দেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যারা। এবছর এদের থিম 'বোধ'। পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে বোধের প্রয়োজন পড়ে। বর্তমান সময়ে যন্ত্র-সভ্যতার প্রসারের কারণে সুস্থ-স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নানাভাবে বিপন্ন ও বিঘ্নিত। এই ধরণীকে রক্ষা করার দায়িত্ব সকলের। সেই ভাবনা থেকেই বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের বিষয় 'বোধ', জানান পুজোর সচিব জুঁই গঙ্গোপাধ্যায়। মহালয়ার ভোরে প্রতিবছরের মতো এবছরও দেবীর চক্ষুদান সম্পন্ন হয়েছে। মহালয়ার ভোরটা আসলে কীরকম তা এই প্রজন্মকে জানানোর তাগিদ অনুভব করে এই পুজো কমিটি, তাই এই দিন নিয়ম মেনেই হয়ে থাকে দেবীর চক্ষুদান।