Rash purnima 2022: রাস পূর্ণিমাতে দুর্গাপুজোয় মাতলেন এলাকাবাসী - রাসেতে দুর্গাপুজো
🎬 Watch Now: Feature Video
রাস পূর্ণিমার দিনেই দুর্গা পুজোয় মাতেন জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গুয়াবাড়ি এলাকার মানুষজন (Rash purnima 2022)। প্রায় 200 বছর ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে পাতাকাটা গুয়াবাড়িতে। স্থানীয় বাসিন্দা সেকেন্দ্রনাথ রায় জানান, তাঁর পুর্ব পুরুষরা এই পুজো শুরু করেছিলেন। তারপর থেকে সাড়ম্বরে চলে আসছে এই পুজো। রাস পূর্ণিমার দিন এই দুর্গাপুজো হয়। আগে সাত দিন ধরে পুজো উপলক্ষে মেলা-সহ পালাটিয়া গান হলেও বর্তমানে একদিন হয় এই মেলা ৷ ভিড় করেন এলাকাবাসী ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST