Durga Puja 2023: আদিবাসী দুর্গা দেখতে ভিড় গঙ্গারামপুর ইয়ুথ ক্লাবে - গঙ্গারামপুর ইয়ুথ ক্লাব
🎬 Watch Now: Feature Video
Published : Oct 21, 2023, 8:01 PM IST
গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাব গুলির মধ্যে অন্যতম ইয়ুথ ক্লাব । এই বছর 52তম বর্ষ ৷ 19 লক্ষ টাকা বাজেটে আদিবাসীদের দুর্গার থিম তৈরি করা হয়েছে এবারের পুজোয় ৷ তা দেখতেই ভিড়ে উপচে পড়ল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ইযুথ ক্লাবের পুজোয় ৷
প্রতিবছর এই ক্লাব নতুন কিছু উপহার দেয় জেলা বাসিকে । এই ক্লাবের এবারের থিম আদিবাসী দুর্গা । আদিবাসীদের জীবনযাত্রা-সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে । মণ্ডপটি তৈরি হয়েছে গাছের ডাল, বিভিন্ন ফলের বীজ ও পাট কাঠি দিয়ে ৷ মণ্ডপ সজ্জা করেছেন বালুরঘাটের শিল্পীরা । অন্যদিকে মৃৎশিল্পে রয়েছে গঙ্গারামপুরের নয়াবাজার এলাকার মৃ্ৎ শিল্পীরা ৷ আলোর সাজে কৃষ্ণনগর ও গঙ্গারামপুর-এর যৌথ শিল্পীরা ৷ প্রতিবছরের মত এবারের পুজোতেও গঙ্গারামপুরের ইয়ুথ ক্লাবের এই পুজো গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের মন কারবে বলে আশাবাদী ক্লাব সদস্যদের । এই বিষয়ে ক্লাব সেক্রেটারি তুষার দাস বলেন, "প্রতিবছর আমরা নতুনত্ব উপহার দিই জেলাবাসিকে। প্রায় এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন শিল্পীরা এই পুজো প্যান্ডেল তৈরি করেছেন ৷ প্রচুর লোকজনের জনসমাগম হয় এই পুজোকে ঘিরে। এই বছর সেই ধারা বজায় থাকবে বলে মনে করছি ৷