Bijaya Dashami 2023: 'ঠাকুর থাকবে কতক্ষণ...' বিদায়ের সুরেই বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন - durga idol immersion at babughat

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 10:19 PM IST

'ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন' ৷ পাঁচদিনের উৎসব উদযাপনের পর উমার কৈলাশে ফেরার পালা ৷ জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন ৷ কলকাতার বিভিন্ন ঘাট যেমন, বাজে কদমতলা ঘাট, বাবুঘাট, বাগবাজার বা জাজেস ঘাটে সকাল থেকেই শুরু যায় প্রতিমা নিরাঞ্জন ৷ প্রায় 300টির বেশি প্রতিমা ইতিমধ্যেই বিসর্জন হয়ে গিয়েছে ৷ দুর্গাপুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, 27 অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল ৷ যে সব বড় বড় পুজো কার্নিভালে অংশ নেবে তাদের প্রতিমা নিরঞ্জন সেই দিনেই করতে হবে ৷ কিন্তু যে সকল বাড়ির পুজো ও অনান্য পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে না, তাদের 24 থেকে 26 তারিখের মধ্যে প্রতিমা বিসর্জন করে দিতে হবে ৷ ফলে দশমীর সকাল থেকেই ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের ছবি উঠে এসেছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ কলকাতা পুরসভার কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ পাশাপাশি, গঙ্গাবক্ষে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ ৷ দেবী প্রতিমা বিসর্জনের পরেই গঙ্গার ঘাটে চলে কোলাকুলি ও মিষ্টিমুখ ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.