Durga Puja 2022: দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম 'অন্তর্লীন', মণ্ডপে দর্শনার্থীদের ঢল - দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম অন্তর্লীন
🎬 Watch Now: Feature Video
"আমরা শুধুই আমি আমি করে বেড়াই । কিন্তু আমার ভেতরে আসলে যে আমি আছে, তার খবর রাখি না ।" এই গানই শোনা যাচ্ছে দমদম পার্ক ভারতচক্রের পুজো মণ্ডপে (Dum Dum Park Bharat Chakra) ৷ এ বছর তাদের 22তম বর্ষে পুজোর থিম 'অন্তর্লীন' (Durga Puja theme 2022) ৷ তালপাতা দিয়ে সেজে উঠেছে পুজো মণ্ডপ ৷ আজ সপ্তমীর সন্ধ্যায় একেবারে ভিড়ে ঠাসা পুজো মণ্ডপ ৷ ছোট থেকে বড়, সব দর্শনার্থীরা মোবাইল বন্দি করছেন মণ্ডপটিকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST