Kiff 2022: অভিনেতা অসিত বসুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত চলচ্চিত্র উৎসবে - অসিত বসুকে নিয়ে ডকুমেন্টারি
🎬 Watch Now: Feature Video
বাংলা থিয়েটারে জগৎজোড়া নাম তাঁর । তিনি অসিত বসু (Documentary on Asit Basu)। উৎপল দত্তের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন । থিয়েটার, যাত্রা, সিনেমা, ডকুমেন্টারি সবেতেই তাঁর অবাধ বিচরণের সাক্ষী দর্শক । কেবল অভিনয়ই নয়, পরিচালনাতেও তাঁর অসীম দক্ষতার কথা কারও অজানা নয় । বহু অভিনেতা তাঁর অভিভাবকত্বে সমৃদ্ধ হয়েছেন । এ হেন অসিত বসুকে নিয়ে একটি ডকুমেন্টারি বানালেন মাধবী বর্মন এবং মুদ্রা (Kiff 2022)। 'দ্য শোম্যান' শীর্ষক এই ডকুমেন্টারি 39 মিনিটে বন্দি হয়েছে । সংগীত পরিচালনায় কল্যাণ সেন বরাট । সেই ডকুমেন্টারি প্রদর্শিত হল কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)৷ কী বললেন পরিচালকদ্বয় এবং অসিত বসুর স্ত্রী ভদ্রা বসু ?
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST