Land Mafia in Jhargram: লোধা শবরদের জমি দখল করে বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা, তদন্তে মহকুমাশাসক - ঝাড়গ্রাম মহকুমা শাসক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 13, 2022, 5:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

হস্তান্তরযোগ্য নয় এমন জমি বিক্রি করে দিচ্ছে ঝাড়গ্রামের জমি দালালরা । যেই জমির মালিক লোধা শবররা । এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ঝাড়গ্রামের মহকুমা শাসকের কাছে । তারপরেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হলেন মহকুমা শাসক বাবুলাল মাহাতো (District Administration investigates over Land Mafia in Jhargram) ৷ ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনডহর এলাকার ঘটনা ৷ অর্জুনডহর এলাকায় ঝাড়গ্রামের মহকুমা শাসক, মহকুমা ভূমি দপ্তরের আধিকারিক, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ সরজমিনে পরিদর্শনের জন্য যান। পরিদর্শনের পর ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক বাবুলাল মাহাতো বলেন, "লোধা শবরদের জমি বেআইনিভাবে দখল করে হস্তান্তর হয়ে যাচ্ছে । এই অভিযোগে তদন্ত শুরু হয়েছে । লোধা শবরদের জমি ফিরিয়ে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.