Durga Puja 2023: পঞ্চমীতে শহরে ঢাকির দল, বায়নার বাজার ঘিরে মিলল মিশ্র প্রতিক্রিয়া - শিয়ালদায় ঢাকির দল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 4:02 PM IST

আজ মহাপঞ্চমী । মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় উপচে পড়লেও দেবী বন্দনার অপেক্ষা আর মাত্র একদিন বাকি ৷ তারপরেই মহাষষ্ঠীতে হবে মায়ের বোধন । সেদিন থেকেই মায়ের পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে মণ্ডপে ঢাক বাজবে । তাই আজ বা কাল সন্ধের মধ্যেই সময়মতো মণ্ডপে পৌঁছে যেতে হবে তাঁদের ৷ প্রতি বছরের মতো এবারেও বৃহস্পতিবার পঞ্চমীর সকালে ঢাকিদের ভিড়ে গমগম করল শিয়ালদা স্টেশন চত্বরে । সঙ্গে আকাশ বাতাস মুখরিত হল ঢ্যাং-কুর-কুর আওয়াজে ৷ কাঁধে ঢাক নিয়ে রীতিমতো তৈরি তাঁরা ৷ 

এদিন ভোর থেকেই ঢাকের বাদ্যিতে গমগম করছে শিয়ালদা স্টেশনের বাইরের চত্বর । জেলার প্রত্যন্ত এলাকা থেকে বহু ঢাকি এই পাঁচদিনের জন্য এসেছেন শহরে । কেউ এসেছেন পাড়ার ঢাকি বন্ধুদের সঙ্গে আবার কেউ সন্তানকে নিয়ে । কোন মণ্ডপ তাঁদের ভাগ্যে জুটবে তাই নিয়েই চলছে পুজো উদ্যোক্তাদের সঙ্গে দর কষাকষি । তবে গত বছরের তুলনায় ভালো হলেও এবারে মিশ্র প্রতিক্রিয়া মিলল ঢাকিদের মধ্যে । ইটিভি ভারতকে কী জানালেন তাঁরা ? 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.