DSP Accident: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত বেড়ে তিন - দুর্গাপুর ইস্পাত কারখানা
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur steel factory) দুর্ঘটনায় শুক্রবার মৃত্যু হল আরও এক চিকিৎসাধীন ঠিকা শ্রমিকের ৷ এ নিয়ে মৃত বেড়ে হল তিন । রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নিশ বিভাগে স্ল্যাগ ভর্তি হট ল্যাডেলের পিন খুলে ঘটে বিপত্তি (DSP Accident) । ঘটনাস্থলে মৃত্যু হয় পল্টু বাউড়ি নামে এক ঠিকা শ্রমিকের । আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । মঙ্গলবার ভোরে মৃত্যু হয় গোপী রাম নামে অপর এক শ্রমিকের । এরপর শুক্রবার সকালে মৃত্যু হল চিকিৎসাধীন ঠিকা শ্রমিক প্রশান্ত ঘোষের (44)। আরও এক ঠিকা শ্রমিক প্রশান্ত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST