অন্ধ্র উপকূলে ল্যান্ডফল মিগজাউমের! বাপাতলায় তাণ্ডব শুরু প্রবল ঘূর্ণিঝড়ের
🎬 Watch Now: Feature Video
Published : Dec 5, 2023, 2:32 PM IST
|Updated : Dec 5, 2023, 5:24 PM IST
Cyclone Michaung Landfall: অন্ধ্র উপকূল বাপাতলায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'মিগজাউম' ৷ প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমে ব্যাপক ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্য়েই জলের তোড়ে ভাসছে চেন্নাই ৷ মিগজাউমের ল্যান্ডফলের সময় সর্বোচ্চ একটানা হাওয়ার গতিবেগ 90 থেকে 100 কিমি প্রতি ঘণ্টায় ৷ দমকা হাওয়ার সেই গতিবেগ বেড়ে গিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতি ঘণ্টায় 110 কিলোমিটার। মৌসম ভবন জানিয়েছে, সাগরে শক্তি বৃদ্ধি করেছে মিগজাউম। ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার দুপুর নাগাদ আছড়ে পড়ল মিগজাউম । আর তার প্রভাবেই দক্ষিণ ভারতের পূর্ব উপকূলজুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে । ব্যাপক বৃষ্টিপাতের জেরে চেন্নাই শহরে 8 জনের মৃত্যুও হয়েছে।
ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে অন্ধ্রপ্রদেশের বহু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার কারণে অনেক জায়গায় গাছের ডালপালা ভেঙে যাচ্ছে। বাপতলা জেলার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অবিরাম বৃষ্টি হচ্ছে। সেখানকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদে সরানো হয়েছে ৷ ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। কোথাপত্তনম এলাকায় সমুদ্রের ঢেউ 20 মিটার এগিয়ে এসেছে ৷ ওড়িশা, বাংলাতেও আজ ভারী বৃষ্টি হবে জায়গায় জায়গায়। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকবে আজ।