Jagadhatri Puja 2022: মেকানিক্যাল দোদুল্যমান ময়ূরপঙ্খী মণ্ডপ দেখতে ভিড় চন্দননগরে - চন্দননগর ময়ূরপঙ্খী মণ্ডপ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 2, 2022, 11:22 AM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

চন্দননগর আলোর সাজের জন্য বিখ্যাত । এবার এই চন্দননগর শীতলাতলা বাউড়ি পাড়ার আলোর সাজ সকলকে তাক লাগিয়ে দিয়েছে । এবারের তাদের জগদ্ধাত্রী পুজোর থিম ময়ূরপঙ্খী নৌকা (Mayurapankhi Mandap) । কোনও রকম বাঁশ বা খুঁটি ছাড়াই সম্পূর্ণ মণ্ডপটিকে দোলানো হয়েছে । জলযান নদী বা সমুদ্রের উপর দিয়ে ভেসে গেলে যেমন অনুভূতি হয় এখানেও তেমনটাই তুলে ধরার চেষ্টা হয়েছে। সম্পূর্ণ লোহার কাঠামো করে মোটরের মাধ্যমে এই মণ্ডপের রূপ দেওয়া হয়েছে । জলের উপর থাকলেও জাহাজের ভিতরের অংশ দোলে না । এখানে সেটা হচ্ছে। এই অভিনব সাজসজ্জা দেখে অবাক হয়েছেন দর্শনার্থীরা । 40 ফুট উচ্চতার এই ময়ূরপঙ্খী মণ্ডপটি তৈরি করেছেন আলোক শিল্পী পিন্টু মুখোপাধ্যায়ের । তিনি তাঁর কর্মীদের দিয়ে স্প্রিং ও মোটরের মাধ্যমে এই মণ্ডপটি তৈরি করেছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.