Municipality By Poll বিজেপির পর এবার ভোট লুঠের অভিযোগ সিপিএমের, প্রতিবাদে যশোর রোড অবরোধ - Bongaon Municipality By Poll
🎬 Watch Now: Feature Video
বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে (Bongaon Municipality By Poll) সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং অবাধে ভোট লুঠ করার অভিযোগ তুলেছিল বিরোধীরা । তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে । তার প্রতিবাদে বাটার মোড়ে রাস্তা অবরোধ করেছিল বিজেপি । বিজেপির পর এবার সিপিআইএমও একই দাবিতে বনগাঁ যশোর রোড অবরোধ করে (CPIM alleges of rigging against TMC) । সিপিআইএম প্রার্থী ধৃতিমান পালের অভিযোগ, তৃণমূল সমস্ত বুথ থেকে তাঁদের কর্মীদের মারধর করে বের করে দিয়েছে । ফলে এই মুহূর্তে বুথে তাঁদের কোনও প্রতিনিধি নেই । তাই 14 নম্বর ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবিতে তাঁরা রামনগর রোডের মুখে রাস্তা অবরোধ করে ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST