CITU Agitation at KMC: এত দাম খাব কী ? মমতার স্লোগানেই কলকাতা পৌরনিগমে বিক্ষোভে সিটু - citu shows agitation at kmc
🎬 Watch Now: Feature Video
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন । গলায় ঝোলানো ছিল থালা । আর তাতে বড় বড় করে লেখা 'এত দাম খাব কী ?' সেই স্লোগানকে হাতিয়ার করেই বুধবার পথে নামল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু(CITU)অনুমোদিত কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের যৌথ মঞ্চ(CITU Shows Agitation at Kolkata Municipal Corporation)। লালঝাণ্ডা কাঁধে একাধিক মিছিলে তপ্ত হল কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবন(CITU Agitation at KMC)।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST