Gold Recover: বিমানবন্দর থেকে 70 লক্ষ টাকার সোনার বার-সহ ধৃত 1 - সোনার বার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 26, 2023, 9:52 PM IST

প্রায় একাত্তর লক্ষ টাকার সোনার বার-সহ কলকাতা বিমানবন্দরে আটক এক ব্যক্তি । অভিযুক্তের নাম বিভাস জানা ৷ মঙ্গলবার রাত্রে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে আসেন ওই ব্যক্তি । তাঁর ইন্ডিগোর বিমানে দিল্লি যাওয়ার টিকিট ছিল । নিয়মানুযায়ী কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় চেকিং করেন কর্তব্যরত সিআইএসএফ-এর জওয়ানরা ৷ সেই সময়েই অভিযুক্তের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন জওয়ানরা ৷ অভিযুক্তের কথায় অসঙ্গতি ধরা পড়ায় কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা তাঁকে জুতো খুলতে বলেন । জুতো খুলতেই দেখা যায়, তাঁর দু'পায়ের পাতায় খয়েরি রংয়ের আঠা লাগানো টেপ জড়ানো রয়েছে । সেই টেপগুলো কাটার পর দেখা যায়, তার ভেতর রয়েছে সোনার বার । তার দু'পায়ের পাতার প্রত্যেকটিতে 5টি করে, মোট 10টি সোনার বার পাওয়া গিয়েছে । উদ্ধার হওয়া সোনার বারের ওজন 1 কেজি 167 গ্রাম ৷ যার বাজারমূল্য 70 লক্ষ 62 হাজার 68 টাকা । সিআইএসএফ-এর পক্ষ থেকে খবর দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের কাস্টমস আধিকারিকদের । উদ্ধার হওয়া 10টি সোনার বার-সহ অভিযুক্তকে কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ।  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.