Christmas in Darjeeling: নাচে-গানে বড়দিন উদযাপনে মেতে উঠল শৈলরানি - ক্রিসমাস
🎬 Watch Now: Feature Video
যেন একটুকরো প্যারিস! বড়দিনে নাচে-গানের সমারোহে মেতে উঠল শৈলরানি। রবিবার সকাল থেকে শৈলরানির দৃশ্যই ছিল অন্যরকম। দার্জিলিং ম্যালে (Darjeeling Mall) বড়দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল নাচগানের। আর সেই উৎসবে সামিল হতে দেখা গেল স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের। দারুণ মনমাতানো আবহাওয়ায় দার্জিলিংয়ের ম্যালে এই ক্রিসমাস যেন আলাদা মাত্রা এনে দেয় পর্যটকদের মধ্যে (Christmas in Darjeeling)।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST