Durga Puja 2023: ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসবে এ বছরের থিম 'অন্তর শক্তি', দেখুন পুজো পরিক্রমা

🎬 Watch Now: Feature Video

thumbnail

হামাস-ইজরায়েল সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বিশ্বে। প্রতিদিন ক্রমান্বয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য- ষড়রিপু যেন বেড়েই চলেছে বিশ্বে, সেইসঙ্গে মানুষের মৃত্যু ঘটছে অনবরত। মানুষ বিলাসিতায় ভুগছে এবং তার শরীরের সাতটি চক্র হারিয়ে ফেলেছে। তাই স্বাভাবিক সমাজ গড়তে মেদিনীপুর বিগ বাজেটের অন্যতম পুজো মণ্ডপ ছোট বাজার সর্বজনীন দুর্গোৎসবের এ বছরের থিম 'অন্তর শক্তি'। 

এই পুজো এবার 81তম বর্ষে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। এই থিম ইতিমধ্যেই নজর কেড়েছে জেলার মানুষের। এবারেও মণ্ডপ এবং প্রতিমায় নিয়ে এসেছে নতুন চাকচিক্য ও আভিজাত্য। মণ্ডপে ঢোকার মুখে রয়েছে রাগ, ক্রোধ, লোভ পরিত্যাগ নিয়ে থিম ৷ প্রতিমা রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ৷ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার মণ্ডপের উদ্বোধন করেছেন ৷ তারপরই খুলে দেওয়া রয়েছে মণ্ডপের দরজা দর্শনার্থীদের জন্য।

এ বিষয়ে উদ্যোক্তা অরুণ চৌধুরী এবং পৃথ্বীশ দাসরা বলেন, "ছোট বাজার পুজো মণ্ডপের এবারের থিম মানুষকে একটু অন্যরকম স্বাদ দেবে। আমরা মানুষকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য থেকে মুক্তি দিতে চেয়েছি কিছুক্ষণের জন্য ৷ মানুষ মণ্ডপে প্রবেশ করলেই তার স্বাদ পাবে আমাদের নতুনত্বই দর্শনার্থীদের মন ভরাবে এই মণ্ডপে।

Last Updated : Oct 19, 2023, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.