Chiranjeet Chakraborty: নিজের বোন দূরে, পরিচিতদের সঙ্গেই ভাইফোঁটায় মাতলেন চিরঞ্জিত - পরিচিতদের সঙ্গেই ভাইফোঁটায় মাতলেন চিরঞ্জিত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16761920-thumbnail-3x2-chiranjeet.jpg)
ভাইফোঁটার বিশেষ দিনে সৌহার্দের বার্তা দিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty celebrates Bhai Phonta)। বারাসতের তারকা বিধায়ক জানান, ভাইফোঁটার সঙ্গে ভাই-বোনেদের অনেক অনূভুতি এবং আবেগ জড়িয়ে থাকে । ভাই-বোনের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত । বন্ধুত্বই হল সবচেয়ে বড় সম্পদ । নিজের বোন ও দিদিদের থেকে ভাইফোঁটা নিতে না পারার আফসোস থাকলেও বিশেষ এই দিনে কিন্তু পরিচিত কয়েকজন বোনের থেকে বাড়িতেই চন্দনের মাঙ্গলিক ফোঁটা নিয়েছেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST