Chaos in TMC Workers Meeting: তৃণমূলের সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনে মেলেনি টিফিন, ক্ষুব্ধ কর্মীরা - কর্মী সম্মেলনে টিফিন নেওয়া ঘিরে বিশৃঙ্খলা
🎬 Watch Now: Feature Video
তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন রবিবার চলছিল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে (Chaos in TMC Workers Meeting)। সেই সভাতেই টিফিনের প্যাকেট দেওয়া নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় । টিফিন নিতে গিয়ে ঠেলাঠেলিতে পড়েও যান বেশ কয়েকজন ৷ টিফিন নেওয়ার জন্য কার্জনগেটের জিটি রোড টিফিনের গাড়ির পিছনেও ছুটতে দেখা যায় তৃণমূল কর্মীদের । টিফিন না পেয়ে অনেক তৃণমূল কর্মীই দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন । অভিযোগ, সাধারণ কর্মীরা টিফিনের প্যাকেট পায়নি । অথচ তাদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য বারে বারে আবেদন করা হয়েছিল । তৃণমূল কংগ্রেসের কর্মী ওবেদুল হক মল্লিক বলেন," আমরা বর্ধমানের জোৎসাদি বড় কয়রাপুর থেকে এসেছি সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনে যোগ দিতে । আমাদেরকে লাইন দিয়ে খাবার নিতে বলেছিল । অথচ আমরা দীর্ঘক্ষণ লাইন দিয়েও খাবার পাইনি, খাবার জলও পাইনি । অনেক মহিলা ঠেলাঠেলি করতে গিয়ে পড়ে গেছেন । কেউ কেউ চোট পেয়েছেন । কোনও সম্মেলনে যোগ দিতে এসে এই ধরনের ঘটনা কী মেনে নেওয়া যায় । আমাদেরকে ডেকে এনে এই ধরনের কাজ করা কী দলের উচিত হয়েছে ?"