CBI Summons : অনুব্রতর সঙ্গে যোগাযোগ সূত্রে বিভিন্ন পেশার মানুষকে তলব সিবিআইয়ের - Anubrata Mandal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15539982-144-15539982-1655031494188.jpg)
দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT) গেস্ট হাউসে অস্থায়ী সিবিআই অফিসে রবিবার সকালে একাধিক ব্যবসায়ী, তৃণমূল কর্মী ও চিকিৎসকদের তলব করেছে সিবিআই (CBI interrogates people in different professions to connection with Anubrata Mandal)। এর মধ্যে গৌতম কর্মকার নামে একজন বীরভূম জেলার স্বর্ণ ব্যবসায়ী বলে নিজেকে দাবি করেছেন । রামপুরহাটের কুসুমবাগ এলাকার ব্যবসায়ী হিসেবে নিজেকে দাবি করেন দীনেশ মণ্ডল । নিজেকে ঠিকাকর্মী বলে দাবি করেন কৌশিক দাস । বীরভূম জেলার তৃণমূল কর্মী বলে নিজেকে দাবি করেন মোশারফ আলী । পেশায় গাড়িচালক ও তৃণমূল কর্মী নদিয়া থেকে এসেছেন বলে দাবি করেছেন কবিরউদ্দিন শেখ । এছাড়াও হুগলি জেলার পান্ডুয়া থেকে দাতের চিকিৎসক ড. আনন্দময় ঘোষও এদিন সিবিআই অফিসে হাজিরা দেন । অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগের কারণেই একের পর এক মানুষকে তলব করছে সিবিআই ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST