Durga Puja 2022: 30 লক্ষ টাকা খরচে বুর্জ খলিফা রায়গঞ্জে, ঢল দর্শনার্থীদের - বুর্জ খলিফা
🎬 Watch Now: Feature Video
অনেকেরই সাধ থাকলেও সাধ্য নেই দুবাইতে গিয়ে বুর্জ খলিফা (Burj Khalifa) দর্শনের । তবে সুখবর, দুবাইয়ের বুর্জ খালিফা এবার রায়গঞ্জের (Raiganj) মাটিতে ৷ রূপাহার যুব সংঘের দুর্গোৎসবের 53তম বর্ষে এবার তাদের আকর্ষণ দুবাইয়ের বুর্জ খলিফার আদলে পুজো মণ্ডপ (Durga Puja Pandal theme) । কলকাতার শিল্পীদের দ্বারা নির্মিত হয়েছে 130 ফুট উঁচু বুর্জ খলিফার আদলে এই পুজো মণ্ডপ । এর পাশাপাশি চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা আর নদিয়ার মৃৎশিল্পীর মৃন্ময়ীর মূর্তি নজর কাড়ছে দর্শনার্থীদের (Pandal Hopping) ৷ পুজোর পাশাপাশি চারদিনব্যাপী নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে । রূপাহার যুব সংঘের এবারে পুজোর বাজেট প্রায় 30 লক্ষ টাকা (Puja Budget) ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST