BJP Rally in Asansol: পার্থ 'ঘনিষ্ঠ' মোনালিসার গ্রেফতারির দাবিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজেপির বিক্ষোভ - BJP Rally in Asansol
🎬 Watch Now: Feature Video
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের । ইতিমধ্যেই তাঁর অপসারণ ও গ্রেফতারি চেয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলনে নেমেছে । একই দাবিতে এবার পথে নামল বিজেপি । মঙ্গলবার দুপুরে 2 নম্বর জাতীয় সড়ক থেকে মিছিল করে এসে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP protests at Kazi Nazrul University demanding arrest of Partha Chatterjee aide Monalisa Das) । বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরীক্ষা চলার জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সদর দরজা বন্ধ করা ছিল । বিজেপি কর্মীরা সেই গেটের উপর উঠে পড়ে । চলতে থাকে স্লোগান । প্রচুর পরিমানে পুলিশ থাকলেও তাদের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST