Anti Drug Rally in Siliguri: শিলিগুড়িতে মাদকপাচারের বিরুদ্ধে মিছিলে সামিল বিধায়ক শঙ্কর ঘোষ - বিধায়ক শঙ্কর ঘোষ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 12:29 PM IST

শিলিগুড়ি শহরের রেললাইন ও রেললাইন সংলগ্ন এলাকায় মাদকপাচার ও মাদকাসক্তদের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ । এরই প্রতিবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে রেললাইন ধরে সচেতনতামূলক মিছিল করল স্বেচ্ছাসেবী সংগঠন । সেই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । এছাড়াও ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য়-সহ আরও অনেকে ৷ প্রত্যেকের হাতেই ছিল মাদক বিরোধী পোস্টার ৷ মঙ্গলবার সকালে ফুলেশ্বরী মোট থেকে মিছিল শুরু হয় । শিলিগুড়ি টাউন স্টেশন হয়ে সেই মিছিল হাশমি চকে শেষ হয় । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ বলেন, "রেললাইন সংলগ্ন বিভিন্ন জায়গাতে মাদক পাচার বেড়েই চলেছে । তার মধ্যে মদত রয়েছে পুলিশের একাংশের । যার ফলে শহরে এত অপরাধ বাড়ছে । এর বিরুদ্ধে যাতে পদক্ষেপ গ্রহণ করা যায় এবং মানুষকে সচেতন করা যায়, সেই লক্ষ্যেই এই সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয় ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.