TMC BJP Clash: ভেটাগুড়িতে তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে - পথ অবরোধ করে তৃণমূল
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়িতে তৃণমূলের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি ৷ আহত 2 তৃণমূল কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ মঙ্গলবার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে তৃণমূল ৷ অভিযোগ, এদিন সকালে ভেটাগুড়ির চৌপথিতে একটি রাস্তার উদ্বোধনের পর তৃণমূল কর্মীরা যখন দাঁড়িয়েছিল তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় । ঘটনায় বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন নামে দুই তৃণমূল কর্মী জখম হন । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে ভেটাগুড়িতে । শাসকদল ও বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ সোমবার রাতে এই ভেটাগুড়িতেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন । এরপর মঙ্গলবার সকালে ভেটাগুড়ির চৌপথিতে রাস্তার কাজের সূচনা হয় । সে সময় যখন স্থানীয় তৃণমূল কর্মীরা বাজারে দাঁড়িয়েছিলেন । হঠাৎ করেই বিজেপি হামলা চালায় বলে অভিযোগ । বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে । বিজেপি এর সঙ্গে জড়িত নয় ৷"