Bison Spotted in Siliguri: শিলিগুড়িতে লোকালয়ে ঢুকল বাইসন, জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দফতর

🎬 Watch Now: Feature Video

thumbnail

হাতির পর এ বার লোকালয়ে ঢুকল বাইসন । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । রবিবার দুপুরে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 অঞ্চলের ডাবগ্রাম রেঞ্জের ফাড়াবাড়ির নেপালিবস্তি সংলগ্ন এলাকায় আচমকা একটি বাইসন ঢুকে পড়ে । স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায় । বিগত পাঁচ থেকে ছয় বছরে বাইসনের দেখা মেলেনি বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনে । স্থানীয় বাসিন্দারা বাইসনটিকে দেখেই খবর দেন বনবিভাগে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম 2 রেঞ্জের বনকর্মীরা । তাঁরা গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন । বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বন কর্মীদের তরফে। বাইসনটি দলছুট নাকি জঙ্গলে আরও বাইসন রয়েছে, তা খতিয়ে দেখছেন বনকর্মীরা । বন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ণবয়স্ক পুরুষ বাইসনটি মহানন্দা অভয়ারণ্য থেকেই বৈকুন্ঠপুর জঙ্গলে কোনওভাবে জাতীয় সড়ক পার করে চলে আসে । মহানন্দা অভয়ারণ্যে বাইসন রয়েছে । সেগুলি যাতে কোনওভাবে চোরা শিকারিদের হাতে না পড়ে, সে জন্য তৎপর রয়েছে বন বিভাগ । বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডিএফও হরে কৃষ্ণ বলেন, "একটা বাইসন লক্ষ্য করা গিয়েছে । বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন । সেটিকে জঙ্গলে ফেরানোর কাজ চলছে । বাইসনটিকে যাতে কেউ উত্যক্ত না করে সে জন্য মাইকিং করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.