Adhir Chowdhury: বহরমপুর বাইপাসে অন্য অধীর! হাত ছেড়ে বুলেট স্টান্ট দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি - Adhir Chowdhury in Berhampore Bypass
🎬 Watch Now: Feature Video
Published : Oct 15, 2023, 1:33 PM IST
অতীতের মুডে ফিরে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । রয়্যাল এনফিল্ডে চেপে হাত ছেড়ে দিয়ে বিভিন্ন ভঙ্গিতে গাড়ি চালাচ্ছেন অধীর চৌধুরী । তিন দশক আগে ছবিটা চেনা হলেও এই দশকে অবাক হতেই হবে ৷ বয়স বাড়সেও অভ্যাস কিন্তু ভোলেননি, জানান দিলেন অধীর ৷ ফের সেই মুডেই রবিবার বহরমপুর বাইপাস রোডে হাত ছেড়ে বাইক চালিয়ে কার্যত চোখ ধাঁধিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । খোশমেজাজে নতুন বাইপাস রাস্তায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রায় 11 কিমি বাইক চালালেন অধীর । তাঁর পিছনে অবাক অন্য বাইকের সওয়ারি তথা কংগ্রেস সমর্থকরা। তবে মাথায় হেলমেট না-থাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি বিতর্কে জড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না ৷
কেন্দ্রীয় সড়ক পরিবহণ দফতরে বিশেষ অনুরোধ জানিয়ে পুজোর আগে সাময়িক বাইপাস খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন অধীর । তারপরই শনিবার থেকে খুলে দেওয়া হয় বহরমপুর বাইপাস। আর আজ রবিবার সকালেই সেখানেই অধীর ম্যাজিক দেখলেন সবাই । গায়ে গেরুয়া শার্ট । মাথায় নেভি লেখা কালো টুপি । বুলেট চালকের আসনে অধীর । কখনও বাইকের হ্যান্ডেল ছেড়ে জোড় হাতে নমস্কার করছেন । তো কখনও দু'হাত মেলে পাখির মতো ওড়ার ভঙ্গিতে চলেছেন । এই বয়সেও তিনি যে বাইক চালাতে অকুতোভয়, তা প্রমাণ করে দিলেন বহরমপুরের বেতাজ বাদশা ৷ অনেকদিন পর তাঁকে এভাবে খোশমেজাজে দেখা গেল ৷