Chhath Puja 2022: ছটপুজোয় মেতে উঠল ঝাড়গ্রাম - ছটপুজোয় মেতে উঠল বিহারী সম্প্রদায়ের মানুষ
🎬 Watch Now: Feature Video
ছটপুজোয় (Chhath Puja 2022) মেতে উঠল ঝাড়গ্রাম। মূলত উত্তর ভারতে বিহার এবং উত্তরপ্রদেশে ধুমধাম করে হয় এই ছটপুজো । তবে ঝাড়গ্রামেও কোন অংশে পিছিয়ে নেই । ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস মাঠ সংলগ্ন পুকুরের ঘাটে, স্টেশনপাড়ার পুকুরের ঘাটে ও পুরাতন ঝাড়গ্রাম সাবিত্রী মন্দিরের পুকুর ঘাটে এবছর ছটপুজো হয়েছে (Biharis celebrated Chhath Puja in Jhargram) । এছাড়াও গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর তীরেও হয়েছে ছটপুজো । সোমবার সূর্যাদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় ছটপুজো ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST