Abhishek Banerjee: অভিষেক হাজিরা দিতে পারেন, ইডির অফিসের বাইরে নিরাপত্তা বৃদ্ধি বিধাননগর পুলিশের - নিরাপত্তা বৃদ্ধি বিধাননগর পুলিশের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 8:14 PM IST

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামিকাল, বুধবার তাঁকে তলব করা হয়েছে ৷ তিনি আগামিকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ তাই সিজিও কমপ্লেক্স চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করার কাজ মঙ্গলবার সন্ধ্য়া থেকেই শুরু করেছে বিধাননগর পুলিশ ৷ প্রচুর গার্ডরেল নিয়ে আসা হয়েছে ৷ সিজিও কমপ্লেক্সের মেন গেটের বাইরে ত্রিপলের ছাউনি তৈরি করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে । অন্যান্য দিনের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যাও বুধবার বৃদ্ধি করা হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে ৷ ওই সূত্রের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলে সংবাদমাধ্যমের ভিড় অন্যদিনের তুলনায় অনেক বেশি থাকবে ৷ তাছাড়া উৎসুক জনতার ভিড়ও থাকবে অন্যদিনের তুলনায় বেশি ৷ তাই বুধবার দিনভর যাতে সিজিও কমপ্লেক্স সংক্রান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, সেই কারণেই নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগে কয়লাপাচার মামলায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে একবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ৷ তার পর এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই মামলায় এর আগে একবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন অভিষেক ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.