Sawan Somvar 2023: শ্রাবণের সোমবারে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভস্মারতি, থাকছে লাইভ দর্শনের সুযোগ
🎬 Watch Now: Feature Video
শ্রাবণ হল শিবভক্তদের প্রিয় মাস ৷ মহাদেবকে খুশি করার জন্য এই মাসের সোমবারগুলিতে ভক্তরা ভগবানের পূজার্চনা ও নানাবিধ আচার-অনুষ্ঠান পালন করে থাকেন ৷ তাঁদের বিশ্বাস এই সময় ভগবানকে তুষ্ট করতে পারলেই মনোস্কামনা পূরণ হবে ৷
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ৷ কিন্তু হিন্দিভাষীদের কাছে আজ শ্রাবণের তৃতীয় সোমবার ৷ আর এই দিন মধ্যরাতের পর আড়াইটে নাগাদ খুলে দেওয়া হল মধ্যপ্রদেশে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির ৷ নিয়মানুযায়ী পুরোহিতরা জল নিবেদন করার পর দুধ, ঘি, মধু, চিনি ও দই দিয়ে পঞ্চামৃত অভিষেক করে বাবা মহাকালকে সাজিয়ে তোলেন ৷ এরপর শুরু হয় ভস্মারতি ৷ প্রায় 40 মিনিট ধরে সেই আরতি ভক্তদের দর্শনের ব্যবস্থা করে মন্দির কমিটি ৷
পালকিতে চড়ে চন্দ্রমৌলেশ্বর রূপে বিকেল 4টের সময় প্রজাদের অবস্থা জানতে নগর ভ্রমণে বেরোবেন মহাকাল ৷ যেখানে হাজার হাজার ভক্ত মহাদেবের জন্য অপেক্ষা করবেন এবং এক ঝলক ভগবান দর্শন করে নিজেদের ধন্য মনে করবেন ৷
এদিনের সমস্ত পূজাপাঠ লাইভ দর্শনের ব্যবস্থা করা হয়েছে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ৷ www.mahakaleshwar.nic.in - এই ওয়েবসাইটে ক্লিক করে বা ফেসবুক পেজ থেকেও সারাদিন বাবা মহাকালের আরতি ও দর্শনের পাশাপাশি তাঁর নগর পরিক্রমার বিষয়টিও সরাসরি সম্প্রচার করা হবে ৷ যার ফলে ঘরে বসেই উজ্জয়িনী-সহ সারা দেশ-বিদেশের ভক্তরা ভগবানের দর্শন পাবেন ৷