Panchayat Election Results 2023: পাহাড়ে বিজিপিএম ঝড়, হলুদ আবীর খেলায় মাতলেন অনিত থাপা - গোর্খাল্যান্ডের কথাও
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েতের ফল ঘোষণা হতেই হলুদ আবীর খেলায় মাতলেন অনিত থাপা ৷ একই সঙ্গে, তিনি জানিয়ে দিলেন, উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে পাহাড়বাসী। পাশাপাশি ফের একবার পঞ্চায়েতের ফল ঘোষণার দিনই অনিত মনে করিয়ে দিলেন গোর্খাল্যান্ডের কথাও ৷ 22 বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হল। আর সেই নির্বাচনেই কার্যত বাজিমাত অনিত থাপার। সিংহভাগ গ্রাম পঞ্চায়েতই দখল করেছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর জয় পেতেই পাহাড়ে উৎসবের মেজাজ। হলুদ আবীর খেলায় মাতল বিজিপিএমের কর্মী-সমর্থকরা। কার্শিয়াং থেকে কালিম্পং, পেডং থেকে গরুবাথান সর্বত্রই নাচে-গানে, আবীর খেলায় মেতে ওঠেন বিজিপিএমের নেতা-কর্মী-সমর্থকরা। অনিত থাপা বলেন, "পাহাড়বাসী উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন। প্রত্যেক ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে আমরা জয় লাভ করেছি। বাকি আসনগুলোতেও খুব ভালো ফল হবে। বিজেপির এখনও শুধরে যাওয়ার কয়েক মাস বাকি রয়েছে।" একই সঙ্গে যে গোর্খাল্যান্ডের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী রয়েছে পাহাড়, সেই দাবিকেই ফের একবার পঞ্চায়েতের ফলের দিন সামনে তুলে আনলেন অনিত থাপারা ৷ তিনি বলেন, "মহাকাল বাবার মন্দিরে গোর্খাল্যান্ড দেওয়ার প্রতিজ্ঞা করেছিল। সেটা পূরণ করুক। আমরা রাজ্য সরকারের সঙ্গে মিলেই উন্নয়ন করব।" অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিম্পংয়ের 42টির মধ্যে 29টি গ্রাম পঞ্চায়েতেই জয়ী হয়েছেন বিজিপিএম প্রার্থীরা ৷ এখানে বিজেপি 2টি, নির্দল 8টি আসন পেয়েছে ৷ ত্রিশঙ্কু হয়েছে 3টি আসন ৷