Durga Puja 2023: পুজো মণ্ডপে চন্দ্রযান-বিক্রম, মার্কিন মুলুকে চলছে উমা বন্দনা - দুর্গাপুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 4:18 PM IST

বাংলার সবচেয়ে বড় উৎসব হল দুর্গোৎসব ৷ তবে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় ৷ দুর্গাপুজো সর্বজনীন ৷ সেই কারণেই রাজ্যের বাইরে তো বটেই, দেশের বাইরেও যেখানেই বাঙালি রয়েছে, সেখানেই সবাই মেতেছে দুর্গাপুজোর আনন্দে ৷ একদিকে যখন মুম্বই-সহ রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছেন মানুষ, তখন শহর থেকে বহু দূরে আমেরিকাতেও দুর্গাপুজোর ধূমধাম চোখে পড়েছে ৷ কলকাতার মতোই বাঙালির প্রাণের উৎসবে মাতোয়ারা সিলিকন ভ্যালি । ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বসবাসকারীরা এবং তার আশপাশের বাঙালিরা মেতে উঠেছেন উমার বন্দনায় । প্রায় 11 বছর ধরে সেখানে চলছে তাঁদের এই পুজো । পুজো সিলিকন ভ্যালিতে হলেও, তার যাবতীয় উপকরণ ও পুরোহিত নিয়ে যাওয়া হয়েছে রাজ্য থেকে ৷ চন্দননগর থেকে নিয়ে যাওয়া হয়েছে আলো । কুমোরটুলি থেকে দেবী মূর্তি নিয়ে গিয়েছেন পুজোর উদ্যোক্তারা । সব মিলিয়ে মার্কিন মুকুলেই চলছে খাঁটি বাঙালি রীতি মেনে দেবীর বন্দনা । এছাড়াও পুজো উপলক্ষে আঁকার প্রতিযোগিতা, ধুনুচি নাচ, গান ও নাচের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ রয়েছে ভোগের আয়োজন । এ বারের পুজোর মাধ্যমে চন্দ্রযানের সাফল্য নিয়ে ইসরোকে সম্মান জানিয়েছেন সিলিকন ভ্যালির মানুষজন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.