Coromandel Express Accident: বাইরের রাজ্যে আর কোনওদিন কাজে যাব না, ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে বললেন আশিস - আশিস রজক
🎬 Watch Now: Feature Video
শরীরে আঘাতের চিহ্নের পাশাপাশি চোখেমুখে এখনও স্পষ্ট আতঙ্কের ছাপ ৷ এই ঘটনার পর আর কোনওদিন বাইরের রাজ্যে কাজ করতে যাবেন না ৷ ওড়িশার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরে এমনটাই জানালেন বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা আশিস রজক । করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাইতে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন তিনি। ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে ওড়িশার বালাসোরের কাছে । দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন শুক্রবার রাত্রেই রওনা হয়েছিলেন তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসার জন্য। দুর্ঘটনাস্থল থেকে প্রায় নয় কিলোমিটার দূর থেকে আশিসকে নিয়ে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাড়ি পৌঁছন তাঁর পরিবার ৷
বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন আশিস । তিনি জানান, হঠাৎই ট্রেনের মধ্যে ঝাঁকুনি অনুভব করেন তিনি ৷ তারপর ট্রেন থেকে ছিটকে পড়ে যান। মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন ৷ তারপর তাঁর আর কিছু মনে নেই ৷ জ্ঞান ফিরতে তিনি চোখের সামনে দেখেন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দৃশ্য। রক্তারক্তি কাণ্ড ৷ দেহের পর দেহ ৷ এরপর তাঁর ভাইকে ফোনে জানান দুর্ঘটনার কথা। তারপরেই ছেলেকে নিতে ওড়িশা যান আশিসের বাবা বামাপদ রজক । আশিস জানান, দুর্ঘটনার পর ওড়িশা প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা যথাসম্ভব তাঁদের সহযোগিতা করেছেন । তাদের সাহায্যে তিনি দুর্ঘটনাস্থল থেকে কোনওরকমে বেরিয়ে আসেন। সবমিলিয়ে ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক আশিষকে তীব্রভাবে গ্রাস করে রেখেছে এখনও ।