Avalanche in Chamoli: চামোলিতে তুষারঝড় ! 6 ফুট পুরু বরফে ঢাকল কেদারনাথ ধাম - চামোলিতে তুষারঝড়
🎬 Watch Now: Feature Video
হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডে চামোলি জেলায় প্রতিনিয়ত তুষারঝড়ের ঘটনা ঘটছে। আজও জোশীমঠের সামনে ধেয়ে এল তুষারঝড় (Avalanche in Chamoli Uttarakhand)। ভিডিয়োয় দেখা যাচ্ছে, চামোলি জেলার মালারি গ্রামের কাছে ওই তুষারঝড়ে একটি হিমবাহ কুন্তি ড্রেনে মিশে যাচ্ছে। ওই ড্রেনটি ভারত-চিন সীমান্ত (India-China Border) সংযোগকারী রাস্তার মধ্যে পড়ে ৷ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই ৷ এই এলাকায় তুষারধস তথা তুষারঝড়ের ঘটনা প্রথম নয়। তবে, এই প্রথমবার তুষারঝড় গ্রামের এতটা কাছে চলে এসেছে। অন্যদিকে, রুদ্রপ্রয়াগও ঢেকেছে ভারী বরফে ৷ বৃষ্টি ও তুষারপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। টানা বৃষ্টির কারণে ঠান্ডাও বেড়েছে অনেক। রাত বাড়লেই হিমালয়ের এই অঞ্চলগুলিতে বেশি করে তুষারপাত হচ্ছে। একই ছবি কেদারনাথ ধামেরও (Snowfall at Kedarnath Dham) ৷ ছয় ফুট বরফে ঢেকেছে কেদারনাথ ধাম ৷ ধামের চারিদিকে শুধুই বরফ ৷ সেখান থেকে থেকে রাম্বাদা পর্যন্ত বরফ জমে থাকার কারণে চলাচলের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এই বরফের মধ্যেও কিছু সাধু-সন্ত বাবা কেদারনাথে তপস্যা করছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে সেখানে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এই আশঙ্কায় জারি হয়েছে লাল সতর্কতা ৷