Panchayat Election 2023: শান্তির বার্তা! দেওয়াল লিখন নিয়ে আশান্তির বাতাবরণ তৈরি না-করার বার্তা আরাবুলের - Bhangore in South 24 Parganas
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের দেওয়াল দখল করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে । ঘটনাটি ভাঙড়ের মাঝেরহাট গ্রামের ৷ এই এলাকাতেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ি । যদিও সেই অভিযোগে কর্ণপাত না-করে শান্তির বার্তা দিলেন আরাবুল ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "মারপিট করার দরকার নেই ! দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয় ।" কার্যত শান্তির বার্তা আরাবুলের গলাতে ৷
তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল দেওয়াল লিখন শুরু করছে । এদিন মাঝেরহাট এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ভোট ফর তৃণমূল লেখা দেওয়াল মুছে দিয়ে জোর করে 'ভোট ফর আইএসএফ' লিখে দেয় আইএসএফের কর্মীরা ।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, "আমি খবর পেয়েছি । একটা জায়গায় দেওয়াল লিখে আইএসএফদের যদি শান্তি হয় ওরা করুক । তবে আমাদের ছেলেরা তৈরি আছে । আমি বলেছি মারপিট করার দরকার নেই । আশান্তির সম্ভাবনা ছিল। কিন্তু একটা দেওয়ালকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যাতে কোনও অশান্তি না হয় ।" আইএসএফের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷