Aparupa Slams Suvendu: রিষড়ার ঘটনায় অপরূপার স্বামীকে দায়ী করলেন শুভেন্দু, পালটা দিলেন সাংসদ - রিষড়ার ঘটনায় অপরূপার স্বামীকে দায়ী করলেন শুভেন্দু
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন সাংসদ অপরূপা পোদ্দার ৷ রিষড়ায় অশান্তির ঘটনায় অপরূপার স্বামী সাকির আলীর নামে অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ তিনি সোমবার রিষড়ায় আসেন এবং অশান্তির জন্য সাকিরকে দায়ী করেন ৷ প্রসঙ্গত অপরূপা আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ এবং সাকির আলী রিষড়া পৌরসভার 4 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ পালটা অপরূপা বলেন, "গত দু'দিন ধরে শান্ত রিষড়াকে অশান্ত করেছে শুভেন্দু অধিকারী ৷ তিনি বিজেপির ক্যাডার এবং বহিরাগতদের রিষড়ায় নিয়ে এসেছেন ৷ তাদের দিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে পুলিশকে আহত করার ঘটনা ঘটাচ্ছেন ৷"
শুভেন্দু এই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করার দাবি করেছেন ৷ এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, "শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের বাঁচাবার জন্য এনআইএ-র ভয় দেখিয়ে সাকির আলীর নাম ব্যবহার করছেন ৷ শুভেন্দুর জানা উচিত সাকির আলী রিষড়া পৌরসভার একটা নির্দিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ৷ বিরোধী দলনেতা হয়ে বাংলার মানুষকে ভুল তথ্য দিচ্ছেন ৷ আমি দু'দিন আগে টুইট করে জানিয়েছিলাম, আপনি আপনার বাবাকে বাংলার রাজ্যপাল করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ৷ সেটা করতে না পেরে আমায় ব্যক্তিগত ভাবে কালিমালিপ্ত করছেন ৷"