Panchayat Elections 2023: বিকেল হতেই ছাপ্পা ভোটের অভিযোগ রাজগঞ্জের একাধিক এলাকায় - bengal panchayat polls
🎬 Watch Now: Feature Video
শনিবার পঞ্চায়েত ভোটে বিস্তর গড়মিল ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকজুড়ে ৷ কোথাও বাইরে থেকে ছাপ্পা মেরে ব্যালট বক্সে ভরা হল, কোথাও আবার দরজা বন্ধ করে রেখে চলল ছাপ্পা ভোট দেবার পালা । বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ রাজগঞ্জের শেল্টারবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রে ছাপ্পার প্রতিবাদে বিজেপির তরফে ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার ঘটনাও ঘটেছে ৷
বিরোধীদের সমবেদ প্রতিবাদের মুখে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে ৷ এদিন জলপাইগুড়ি জেলাজুড়ে সকাল থেকে উৎসবের মেজাজে ভোট হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শাসকদলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে একদল অতি উৎসাহী গণতন্ত্রের উৎসবকে কালিমালিপ্ত করতে আসরে নামে বলে অভিযোগ ৷ গদেয়াগঞ্জ এলাকায় ভাণ্ডারীগঞ্জ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের দুটি ব্যালট বক্স নিয়ে চলে যায় দুষ্কৃতীরা ৷ তবে এখানে বিদায়ী তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির হুসেন-সহ বেশ কয়েকজনকে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ । অন্যদিকে জলপাইগুড়ি রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগচ্ছের 30 /1 ও 30/2 নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । প্রতিবাদে বিজেপি কর্মী ও উত্তেজিত ভোটাররা ব্যালট বাক্সে জল ঢেলে দেন ৷ এই বুথের প্রিসাইডিং অফিসার উত্তম চৌধুরী জানান, সব ঠিকঠাক চলছিল 60 শতাংশ ভোটও হয়েছিল । হঠাৎবেশ কিছু ছেলে এসে ভোট দিতে শুরু করে । এরপরেই সব গণ্ডগোল হয়ে যায় ।