1300 কিমি পথ পাড়ি, মোদির গ্রাম থেকে অখণ্ড জ্যোতি নিয়ে অযোধ্যায় রামভক্তরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 1:49 PM IST

Akhand Jyoti: 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ ওইদিন রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে সারা দেশে আনন্দের পরিবেশ বিরাজ করছে । রোজ শয়ে শয়ে লোক আসছেন অযোধ্যায় ৷ একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রাম গুজরাতের ভাদনগর থেকে 10 জন যুবক অখণ্ড জ্যোতি নিয়ে এসেছেন রাম জন্মভূমিতে ৷ 15 দিনে হেঁটে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ওই যুবকেরা ৷ অখণ্ড জ্যোতি ও রাম মন্দিরের মডেল নিয়ে ভাদনগরের হাটকেশ্বর মহাদেবের মন্দির থেকে শুরু হয়েছিল তাঁদের এই পদযাত্রা ৷ যেটি শেষ হল অযোধ্যায় এসে । এই অখণ্ড জ্যোতি উৎসর্গ করা হবে শ্রী রামকে ।  

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে এখানে পৌঁছেছেন গুজরাতের যুবকেরা ৷ তাঁদের মধ্যে রামভক্ত পবন চৌধুরী জানান, তাঁদের উদ্দেশ্য হল সারা দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দেওয়া ৷ প্রধানমন্ত্রী চান,  22 জানুয়ারি অযোধ্যায় রামলালা যখন তাঁর মন্দিরে অধিষ্ঠিত হবেন তখন দেশের প্রতিটি ঘরে যেন দীপাবলি উদযাপন করা হয় এবং আলো জ্বালিয়ে ভগবান রামকে স্বাগত জানানো হয় । তাই তাঁরা এই অখণ্ড জ্যোতি নিয়ে অযোধ্যায় এসেছেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.