BJP Dharna: তৃণমূলের পালটা ধরনা বিজেপির, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের টাকার হিসেব দিতে বললেন অগ্নিমিত্রা

By

Published : Mar 29, 2023, 7:53 PM IST

thumbnail

ময়দানের আম্বেদকর মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু'দিনের ধরনার সূচনা হল বুধবার ৷ একইদিনে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রাজ্য সরকারের পালটা ধরনায় বিজেপি নেতৃত্বও (Bengal BJP)। যদিও বিজেপির এই ধরনা কর্মসূচি একদিনের জন্যই ৷ যা শেষ হয়েছে বিকেল 5টায় । শ্যামবাজারে বিজেপির এই ধরনায় উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ আরও অনেকেই। এছাড়া গ্রাম ও শহর থেকে বিজেপি কর্মী-সমর্থকরাও আজ এই ধরনায় যোগ দেন। ধরনামঞ্চ থেকে অগ্নমিত্রা পল মুখ্যমন্ত্রীকে কটাক্ষের সুরে জানান, মোদি জী অনেক বেশি বেশি টাকা দেন ৷ আপনি তার হিসেব দিন তাহলেই আবার কেন্দ্র থেকে টাকা পাবেন । কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যখন প্রতিবাদ তাহলে সেটা এখানে কেন ? আসলে দিল্লিতে ধরনা দিলে তো কোনও কাজ হবে না । হিংসা মুক্ত রাজনীতি নিয়ে আসতে পারে একমাত্র বিজেপি । দুর্নীতিকে আগে সরাতে হবে না হলে এই রাজ্যে কোনও উন্নতি সম্ভব নয়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.