Bike Thief Arrested: সিসিটিভির সূত্র ধরে বাইক চুরি চক্রের হদিস সোনারপুরে, গ্রেফতার 2 - বাইক চুরি
🎬 Watch Now: Feature Video
Published : Sep 7, 2023, 1:10 PM IST
সিসিটিভির সুত্র ধরে বাইক চুরি চক্রের হদিস পেল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া একটি বাইক। ধৃতরা বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। আদালতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সোনারপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে। হরিনাভীর বাসিন্দা বিধান দেবনাথ। তিনি একজন ব্যবসায়ী। তিনি অভিযোগ করে জানান, নিজের দোকানের সামনে বাইক রেখেছিলেন ৷ কিছুক্ষণ পর এসে দেখেন বাইকটি উধাও হয়ে গিয়েছে ৷ এরপর সোনারপপর থানায় বাইক চুরির অভিযোগ দায়ের করেন তিনি ৷ পুলিশ জানায়, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে ৷ সেই মতো, প্রতিবেশীরাও সাহায্য করেছেন ৷ সিসিটিভি খতিয়ে দেখতেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যায় ৷ এরপরেই সোনারপুর থানা এলাকায় চৌহাটি থেকে বুধবার বিকেলে শানু দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে রাতে বিষ্ণুপুর থানা এলাকা থেকে মিলন মাঝি নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।