দুর্মূল্য প্রত্নতাত্ত্বিক দ্রব্য উদ্ধারে সাহায্য মেলেনি প্রশাসনের! ক্ষোভ জেলা বিচারক পদমর্যাদার অফিসারের - valuable archaeological material

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 3:41 PM IST

Valuable Archaeological Material: দুর্মূল্য প্রত্নতাত্ত্বিক দ্রব্য উদ্ধারে প্রশাসনিক সাহায্য পাচ্ছেন না, এমনই দাবি অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্য়ান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের। মঙ্গলবার কাজাখিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিতে এমনটাই অভিযোগ করলেন তিনি। তাঁর অভিযোগ,  প্রশাসনিক কর্তা, পুলিশ প্রশাসনের উদাসীনতার জন্য বিভিন্ন জেলা থেকে পাওয়া দুর্মূল্য প্রত্নতাত্ত্বিক দ্রব্য উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এর ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক দ্রব্যগুলির যথার্থ সংরক্ষণ সম্ভব হচ্ছে না তেমনি তার থেকে প্রাপ্ত ঐতিহাসিক বিষয়বস্তু এবং ইতিহাসের সঙ্গে তার সম্পর্কে বিষয়টিও মানুষের জ্ঞান আহরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

এই সমস্ত মূল্যবান সামগ্রীর উদ্ধারের বিষয়ে পুলিশ যে আইন বিরুদ্ধ কাজ করছে সেই প্রসঙ্গ উত্থাপন করেন জেলা বিচারক পদমর্যাদার অফিসার বিপ্লব রায়। তিনি বলেন, "পুলিশ ও প্রশাসনিক কর্তারা শুধু উদাসীনই নন ৷ তাঁরা প্রত্নতাত্ত্বিক দ্রব্যের সংরক্ষণ আইনকেও গুরুত্ব দিচ্ছেন না। যা দেশের আইনের বিরুদ্ধে কাজ বলেও অভিহিত করেন তিনি।"

গতকাল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অস্থায়ী সংগ্রহশালায় কাজাখিস্তানের অ্যাম্বাসাডর থেকে শুরু করে কনসাল জেনারেলদের উপস্থিতিতে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক সামগ্রী তার ইতিহাস সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে আগামিদিনে ভারত ও কাজাখিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরির পথ প্রশস্ত করার লক্ষ্যে কাজ করা হবে একযোগে বলেও সহমত পোষণ করেন সকলে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.