ETV Bharat / state

অজয় নদ পেরিয়ে জয়দেবে জোড়া হাতি, বেঁধে ক্রেন দিয়ে তোলা হল ট্রাকে ! - ELEPHANT ENTERED JOYDEV

সোনামুখীর জঙ্গলে দলছুট হয় হাতি দু’টি ৷ তারপর বৃহস্পতিবার দিনভর কাঁকসা জঙ্গলমহল এলাকায় দাপিয়ে বেড়ায় তারা ৷

ELEPHANT ENTERED JOYDEV
অয়জ নদ পেরিয়ে জয়দেবে বাগে এল মেদিনীপুরের জঙ্গল থেকে বেরনো জোড়া হাতি ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 8:08 PM IST

বীরভূম, 17 জানুয়ারি: দু’দিন ধরে কাঁকসা ও জয়দেব এলাকায় দাপিয়ে বেড়ানোর পর, অবশেষে বাগে এল বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে দলছুট হওয়া দু’টি দাঁতাল ৷ শুক্রবার বীরভূমের জয়দেবে একটি ধানক্ষেত থেকে হাতি দু’টিকে উদ্ধার করা হয়েছে ৷ হাতি দু’টিকে আপাতত বাঁকুড়ার বরজোড়ায় নিয়ে যাওয়া হয়েছে ট্রাকে করে ৷

এ নিয়ে বাঁকুড়া উত্তরের ডিএফও দেবাশিস মেহতা বলেন, "হাতি দু’টি মূলত মেদিনীপুর থেকে এসেছে ৷ বাঁকুড়া, দুর্গাপুর হয়ে বীরভূমের জয়দেবে ঢুকেছে ৷ এটা যেহেতু জঙ্গল এলাকা থেকে অনেকটা দূরে, তাই হাতি দু’টিকে ট্রাঙ্কুলাইজড করা হয়েছে ৷ বন দফতর সিদ্ধান্ত নেবে কোথায় ছাড়া হবে ৷ মূলত, ঝাড়গ্রাম বা মেদিনীপুরের জঙ্গলেই ছাড়া হবে ৷ প্রশাসন খুবই সাহায্য করেছে ৷ বিশেষত, ভিড় নিয়ন্ত্রণে ৷"

Elephant Entered Joydev
জয়দেবে চাষের জমিতে বাগে আনা হয় সোনামুখীর জঙ্গলে দলছুট হাতি দু’টিকে ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, একটি হাতির পাল মেদিনীপুরের জঙ্গল থেকে বেরিয়ে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে আসে ৷ সেখানেই এই হাতি দু’টি দলছুট হয়ে যায় ৷ এরপর তারা দুর্গাপুরে কাঁকসার জঙ্গলে চলে আসে বৃহস্পতিবার ভোরে ৷ হাতি দু’টিকে সেখান থেকে তাড়াতে কালঘাম ছোটে বন দফতরের ৷ হাতির তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ জানা গিয়েছে, সোনামুখী থেকে দামোদর নদ পেরিয়ে কাঁকসা ঢোকে ৷ সেখান থেকে 19 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বীরুডিহা হয়ে গোপালপুরের জঙ্গলে ঢুকে যায় দাঁতাল দু’টি ৷

সেখানে দিনভর মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করে বন দফতর ৷ কিন্তু, ভোররাতে হাতি দু’টি অজয় নদ পেরিয়ে সোজা জয়দেবে ঢুকে আসে ৷ এখানে আসার পর প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা হিসেবে, হাতি দু’টিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়ানো হয় ৷ তারপর ক্রেন দিয়ে বেঁধে ট্রাকে তুলে বাঁকুড়ার বরজোড়ায় নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখান থেকে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের জঙ্গলে হাতি দু’টিকে ছাড়া হবে ৷

উল্লেখ্য, বৃহস্পতিবারই শেষ হয়েছে জয়দেব মেলা ৷ এই মুহূর্তে সেখানে ভাঙা মেলা চলছে ৷ ফলে, মেলায় হাতির হামলার একটা আশঙ্কা তৈরি হয়েছিল ৷ তাই বীরভূম জেলা প্রশাসন ও বন দফতরের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় ৷

বীরভূম, 17 জানুয়ারি: দু’দিন ধরে কাঁকসা ও জয়দেব এলাকায় দাপিয়ে বেড়ানোর পর, অবশেষে বাগে এল বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে দলছুট হওয়া দু’টি দাঁতাল ৷ শুক্রবার বীরভূমের জয়দেবে একটি ধানক্ষেত থেকে হাতি দু’টিকে উদ্ধার করা হয়েছে ৷ হাতি দু’টিকে আপাতত বাঁকুড়ার বরজোড়ায় নিয়ে যাওয়া হয়েছে ট্রাকে করে ৷

এ নিয়ে বাঁকুড়া উত্তরের ডিএফও দেবাশিস মেহতা বলেন, "হাতি দু’টি মূলত মেদিনীপুর থেকে এসেছে ৷ বাঁকুড়া, দুর্গাপুর হয়ে বীরভূমের জয়দেবে ঢুকেছে ৷ এটা যেহেতু জঙ্গল এলাকা থেকে অনেকটা দূরে, তাই হাতি দু’টিকে ট্রাঙ্কুলাইজড করা হয়েছে ৷ বন দফতর সিদ্ধান্ত নেবে কোথায় ছাড়া হবে ৷ মূলত, ঝাড়গ্রাম বা মেদিনীপুরের জঙ্গলেই ছাড়া হবে ৷ প্রশাসন খুবই সাহায্য করেছে ৷ বিশেষত, ভিড় নিয়ন্ত্রণে ৷"

Elephant Entered Joydev
জয়দেবে চাষের জমিতে বাগে আনা হয় সোনামুখীর জঙ্গলে দলছুট হাতি দু’টিকে ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, একটি হাতির পাল মেদিনীপুরের জঙ্গল থেকে বেরিয়ে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে আসে ৷ সেখানেই এই হাতি দু’টি দলছুট হয়ে যায় ৷ এরপর তারা দুর্গাপুরে কাঁকসার জঙ্গলে চলে আসে বৃহস্পতিবার ভোরে ৷ হাতি দু’টিকে সেখান থেকে তাড়াতে কালঘাম ছোটে বন দফতরের ৷ হাতির তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ জানা গিয়েছে, সোনামুখী থেকে দামোদর নদ পেরিয়ে কাঁকসা ঢোকে ৷ সেখান থেকে 19 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বীরুডিহা হয়ে গোপালপুরের জঙ্গলে ঢুকে যায় দাঁতাল দু’টি ৷

সেখানে দিনভর মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করে বন দফতর ৷ কিন্তু, ভোররাতে হাতি দু’টি অজয় নদ পেরিয়ে সোজা জয়দেবে ঢুকে আসে ৷ এখানে আসার পর প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা হিসেবে, হাতি দু’টিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়ানো হয় ৷ তারপর ক্রেন দিয়ে বেঁধে ট্রাকে তুলে বাঁকুড়ার বরজোড়ায় নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখান থেকে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের জঙ্গলে হাতি দু’টিকে ছাড়া হবে ৷

উল্লেখ্য, বৃহস্পতিবারই শেষ হয়েছে জয়দেব মেলা ৷ এই মুহূর্তে সেখানে ভাঙা মেলা চলছে ৷ ফলে, মেলায় হাতির হামলার একটা আশঙ্কা তৈরি হয়েছিল ৷ তাই বীরভূম জেলা প্রশাসন ও বন দফতরের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.