Swastika Dutta on Fatafati Movie: নিজেকে ভালোবেসে 'ফাটাফাটি' থাকার রহস্য জানালেন অভিনেত্রী স্বস্তিকা - Swastika Dutta on Fatafati Movie
🎬 Watch Now: Feature Video
12 মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা ছবি 'ফাটাফাটি'। আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁর চরিত্রের নাম বিকি সেন। তাঁর চরিত্রে রয়েছে ট্যুইস্ট । দীর্ঘ নয় বছর পর বড় পর্দায় আসছেন স্বস্তিকা । ফলে এই নিয়ে যথেষ্ট আশাবাদী অভিনেত্রী । খেতে খুব ভালোবাসলেও কাজের প্রতি দায়বদ্ধতার কারণে ছাড়তে হয়েছে অনেক কিছু । বড় পর্দা থেকে ছোট পর্দার পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও । তবে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ফাটাফাটি' স্বস্তিকার কাছে বিশেষভাবে কাছের । সম্প্রতি ছবি নিয়ে নানান অভিজ্ঞতা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী । তিনি বলেছেন, তাঁর এই চরিত্রটি নেগেটিভ হিসেবে মেনে নিতে চান না । বরং সেটিকে ধূসর বলেছেন তিনি। স্বস্তিকা নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন বড় পর্দার মাধ্যমে। তবে তারও আগে তিনি মডেলিং করেছেন চুটিয়ে। তবে, তার জন্য ফিগার মেনটেইন করেননি তিনি। তাই 'ফাটাফাটি' ছবির কেন্দ্রীয় নারী চরিত্র ফুল্লরা অর্থাৎ ঋতাভরীর সঙ্গে নিজের হুবহু মিল খুঁজে পান তিনি।