Abhishek Banerjee: বেলপাহাড়িতে অভিষেকের রোড শো, উপচে পড়ল ভিড় - তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2023, 8:51 PM IST

নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । আর শুক্রবার বেলপাহাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শোয় কার্যত উপচে পড়ল ভিড়। এদিন বিকেলে পৌনে পাঁচটা নাগাদ পুরুলিয়ার বান্দোয়ান বেলপাহাড়ির ইন্দিরা চকে পৌঁছয় অভিষেকের কনভয়। সেখানে অভিষেককে স্বাগত জানানোর জন্য উপস্থিতি ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা । এছাড়াও ছিলেন জেলা ও ব্লক তৃণমূলের নেতৃত্ব। ইন্দিরা চক থেকে বেলপাহাড়ি থানা পর্যন্ত গাড়ির উপর দাঁড়িয়েই এদিন রোড-শো করেন অভিষেক ।

অন্যদিকে, এদিনের রোড-শোয় ধামসা, মাদল নিয়ে হাজির হয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা । অভিষেকের হাতে হাতে আঁকা তাঁর ছবি তুলে দিতেও দেখা যায় তৃণমূল কর্মীদের । তবে এদিন ফের একবার বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে অভিষেককে । তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখায় কুরমি আন্দোকারীরা। জানা গিয়েছে, বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় আটকে থাকে অভিষেকের কনভয়। সূত্রের খবর, অভিষেকের নবজোয়ার কর্মসূচির মধ্যেই গড় শালবনিতে কুরমি অসন্তোষ আছড়ে পড়ে । মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে ।  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.